ফারায়েয: এটি হলো উত্তরাধিকার সম্পর্কিত ফিকাহ। এমন ইলম যা দ্বারা কে ওয়ারিস হবে তা জানা যায় এবং মৃত ব্যক্তির সম্পদে প্রতিটি হকদারের জন্য কি পরিমাণ হক ওয়াজিব তার জ্ঞান অর্জিত হয়। সুতরাং এ ইলমের বাস্তবতা হলো, এটি উত্তরাধিকারের সাথে সম্পর্কিত ফিকাহ এবং প্রত্যেক ওয়ারিসের হকের পরিমাণ জানার দিকে পৌঁছে দেয় সে সংক্রান্ত হিসাব।
উত্তরাধিকার হলো, একজন মৃত ব্যক্তি যে সব সম্পদ ও অধিকার রেখে যায়। এতে জীবদ্দশায় তার যে সম্পদ ছিল এবং তার মৃত্যুর পর যে সব ধন-সম্পদ সে রেখে যায় বা যে সব অধিকার সে রেখে গেছে যেমন, শুফ‘আর অধিকার (অগ্রক্রয়াধিকার), খিয়ারে শর্তের অধিকার, বেচা-কেনায় দেখার অধিকার সবই এর অন্তর্ভুক্ত, এমনিভাবে তার সুযোগ-সুবিধাসমূহও এর অন্তর্ভূক্ত। ফলে তার ওয়ারিশগণ তার পর তা লাভ করবে। তবে যদি সুযোগ-সুবিধাটি তার জীবদ্দশার সাথে নির্ধারিত হয় যেমন, তার জীবিত থাকা পর্যন্ত অসিয়ত এর অন্তর্ভুক্ত হবে না।