ফারায়েয - فَرائِضُ

ফারায়েয: এটি হলো উত্তরাধিকার সম্পর্কিত ফিকাহ। এমন ইলম যা দ্বারা কে ওয়ারিস হবে তা জানা যায় এবং মৃত ব্যক্তির সম্পদে প্রতিটি হকদারের জন্য কি পরিমাণ হক ওয়াজিব তার জ্ঞান অর্জিত হয়। সুতরাং এ ইলমের বাস্তবতা হলো, এটি উত্তরাধিকারের সাথে সম্পর্কিত ফিকাহ এবং প্রত্যেক ওয়ারিসের হকের পরিমাণ জানার দিকে পৌঁছে দেয় সে সংক্রান্ত হিসাব।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই