রেখে যা্ওয়া বস্তু - تَرِكَةٌ

উত্তরাধিকার হলো, একজন মৃত ব্যক্তি যে সব সম্পদ ও অধিকার রেখে যায়। এতে জীবদ্দশায় তার যে সম্পদ ছিল এবং তার মৃত্যুর পর যে সব ধন-সম্পদ সে রেখে যায় বা যে সব অধিকার সে রেখে গেছে যেমন, শুফ‘আর অধিকার (অগ্রক্রয়াধিকার), খিয়ারে শর্তের অধিকার, বেচা-কেনায় দেখার অধিকার সবই এর অন্তর্ভুক্ত, এমনিভাবে তার সুযোগ-সুবিধাসমূহও এর অন্তর্ভূক্ত। ফলে তার ওয়ারিশগণ তার পর তা লাভ করবে। তবে যদি সুযোগ-সুবিধাটি তার জীবদ্দশার সাথে নির্ধারিত হয় যেমন, তার জীবিত থাকা পর্যন্ত অসিয়ত এর অন্তর্ভুক্ত হবে না।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই