আল্লাহর দিকে দা‘ওয়াত - الدَّعوة إلى الله

আল্লাহর দিকে দাওয়াত দেয়া: আল্লাহর প্রতি ঈমান আনার এবং তার রাসূলগণ যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান আনার ও তারা যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করার এবং তারা যা আদেশ করেছেন তার অনুসরণ করার প্রতি দাওয়াত দেয়া। এটি দুই শাদাতাদের দিকে দাওয়াত দেয়া, সালাত কায়েম, যাকাত প্রদান, রামাদানের সাওম ও বাইতুল্লাহর হজ করার প্রতি দাওয়াতকে শামিল করে। আল্লাহর প্রতি ঈমান আনা তার ফিরিশতা, কিতাবসমূহ, রাসূলগণ, মৃত্যুৃর পর পুনরুত্থান, ভালো ও মন্দের তাকদীরের প্রতি দাওয়াত দেওয়াকে শামিল করে। বান্দা তার রবের এমনভাবে ইবাদত করবে যেন তিনি তাকে দেখেন—এর প্রতি দাওয়া। কারণ, এ তিনটি স্তরই— ইসলাম, ঈমান ও ইহসান দীনের অর্ন্তভুক্ত। যেমনটি তিনি সহীহ হাদীসে এ তিনটি বিষয়ের ওপর উত্তর দেওয়ার পর বলেছেন। এ হলো জিবরীল তিনি তোমাদেরকে তোমাদের দীন শেখানোর জন্য এসেছেন। সুতরাং তিনি বলেছেন, এ গুলো হলো আমাদের দীন। আর আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হলো, রাসূলগণ ও তার অনুসারীদের জিম্মাদারি। তারা হলো তাদের উম্মাতের মধ্যে রাসূলগণের প্রতিনিধি আর সমগ্র মানুষ তাদের অনুসারী। আল্লাহর দিকে দাওয়াত ইলম ও ধৈর্য্য দ্বারা হয়ে থাকে। তাতে সবর বাধ্যতামুলক। তার আছে বাহ্যিক সৌন্দর্য। এটি ফরযে কিফায়াহ তবে কখনো কখনো তা ফরয আইনে পরিণত হয়।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই