মিথ্যা সাক্ষ্য দেওয়া - شَهادَة الزُّورِ

মিথ্যা সাক্ষ্য দেওয়া: ইচ্ছা করে মিথ্যা সংবাদ দেওয়া যাতে বাতিল উদ্দেশ্য হাসিল করা যায়। চাই তা শপথ সহকারে হোক বা শপথবিহীন। যেমন কোন আত্মাকে ধ্বংস করা বা সম্পদ লুন্ঠন করা বা হারামকে হালাল করা বা হালালকে হারাম করা ইত্যাদির জন্যে সাক্ষী দেয়া। মিথ্য সাক্ষ্য দানকারী চারটি বড় গুনাহে লিপ্ত হলো। প্রথমত: সে তার আত্মার ওপর মিথ্যা, অপবাদ এবং কবীরাগুনাহ হতে কোন একটি কবীরাহ গুনাহে লিপ্ত হয়ে জুলুম করল। দ্বিতীয়ত: সে যার বিপক্ষে সাক্ষ্য প্রদান করল এবং যার সম্পদ, ইজ্জত ও জানকে সাক্ষ্য দ্বারা ছিনিয়ে নিল তার ওপর জুলুম করল। তৃতীয়ত: আর সে জুলুম করল তার ওপর যার জন্য সে সাক্ষ্য দিল। যেমন সে তার কাছে হারাম মালকে নিয়ে গেল। চতুর্থত: আল্লাহ যা হারাম করেছেন সে তা নিজের কর্ম দ্বারা বৈধ করল।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই

ইলম তলব করা - طَلَبُ العِلْمِ

ইলম তলব করা খুবই সম্মানি ইবাদত। যার নিয়ত বিশুদ্ধ তার জন্য এতে রয়েছে বিশাল সাওয়াব। তার রয়েছে অনেক আদাব। তার হুকুম তিন প্রকার: 1- তলব করা ফরযে আইন। বান্দার ওপর যা ওয়াজিব তা জানার জন্য অনুসন্ধান করা। যেমন, বিশ্বাসের মৌলিক বিষয়গুলো, সালাত ও তাহারাতের বিধানগুলো। 2- তলব করা ফরযে কিফায়াহ। এমন ইলম তলব করা যার দ্বারা দীনের হিফাযত হয়। যেমন, কুরআন হিফয করা, হাদীস হিফয করা, ফিকাহের মুলনীতিমালা ইত্যাদি হিফয করা। 3- তলব করা সুন্নাত। আর তা হলো ইলমের মধ্যে গভীরতা অর্জন করা এবং জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করা।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই