মৃত ব্যক্তিকে বিদায় জানানো। - تَشْيِيعُ الجَنازَةِ

লাশকে বিদায় জানানো মৃত মুসলিমকে সম্মান করা যা ইসলামের সৌন্দর্যসমূহের একটি সৌন্দর্য। অর্থাৎ, মৃত ব্যক্তির লাশ বহন করা, মৃত্যুুর স্থান থেকে গোসলের স্থান পর্যন্ত তার সাথে থাকা, তার জানাযায় শরীক হওয়া এবং তাকে দাফন করা। আর কেউ শুধু এর কয়েকটি কর্মে অংশ গ্রহণ করে। যেমন বিশেষ করে তাকে দাফন করার জায়গা পর্যন্ত তার সঙ্গে যাওয়া। এ সব আমলের সাথে আরও যা থাকবে তা হলো, মৃতের জন্য দোয়া করা, ক্ষমা চাওয়া, তার পরিবারকে ধৈর্যধারণ করানো এবং তাদের শান্তনা দেওয়া। যে ব্যক্তি শুরু থেকে দাফন পর্যন্ত তার সাথে থাকবে তার জন্য দুই কিরাত সাওয়াব। অর্থাৎ, বড় দুই পাহাড় পরিমাণ সাওয়াব। দুটির মধ্যে ছোটটি হলো উহুদ পাহাড়ের মতো। আর যে ব্যক্তি তার ওপর জানাযার সালাত আদায় করল এবং দাফন করা পর্যন্ত তার সাথে থাকলো সে পরিপূর্ণ দুই কিরাত সাওয়াব পাবে।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই