তাকদীরের প্রতি ঈমান ঈমানের রুকনসমূহের বড় রুকন এবং দুনিয়া ও আখিরাতের সফলতার ভিত্তি। আর এটি জগতে আল্লাহর রহস্য। আর এর অর্থ হলো, আল্লাহর ইলমে যা অতীত ছিল এবং চিরকাল পর্যন্ত যা সংঘটিত হবে তা কলম লিপিবদ্ধ করার প্রতি অকাট্য বিশ্বাস করা। যাবতীয় কল্যাণ ও অকল্যাণ আল্লাহর ফায়সালায় ও তার নির্ধারণেই হয়ে থাকে। আর তাঁর ইলমে যা ছিল ও হিকমত যা চেয়েছিল সে অনুযায়ী হবে। আর তিনি যাই ইচ্ছা করেন তা অবশ্যই করেন। কোন কিছুই তাঁর ইচ্ছা ছাড়া হয় না। কোন কিছুই তার চাওয়া থেকে বের হতে পারে না। তাকদীরের প্রতি ঈমান চারটি স্তরকে অন্তর্ভুক্ত করে। আর তা হলো: 1- ইলমের স্তর: আর তা হলো, এ কথা বিশ্বাস করা যে, যা কিছু হয়েছে ও হবে এবং যা হয়নি ও যদি হয় তা কীভাবে হবে তা সবই সংক্ষেপে ও স্ববিস্তারে আল্লাহ আযলেই (পূর্ব থেকে) জানতেন। 2- লিপিবদ্ধ করার স্তর। এ কথা বিশ্বাস করা যে, আল্লাহ তা‘আল সবকিছু লাওহে মাহফুযে লিপিবদ্ধ করে রেখেছেন। 3- মাশিয়্যাত তথা চাওয়ার বাস্তবায়ন ও তার কুদরাতের ব্যাপকতার স্তর।আর তা হলো এ কথা বিশ্বাস করা যে, জগতে ভালো ও কল্যাণের কোন কিছুই আল্লাহর চাওয়া ও তার ইচ্ছা ছাড়া সংঘটিত হয় না। 4- সৃষ্টি ও আবিষ্কারের স্তর। আর তা হলো এ কথা বিশ্বাস করা যে, সমগ্র জগৎ আল্লাহর সৃষ্ট। আর তিনি তাদের কর্ম ও গুণের স্রষ্টা।