সূরা - سُورةٌ

সূরা কুরআনের আয়াতসমূহের আলাদা সমষ্টির নাম, যার শুরু ও শেষ রয়েছে এবং যার স্বতন্ত্র নাম রয়েছে। কুরআনের সবচেয়ে ছোট সূরার আয়াত সংখ্যা হলো তিন। কুরআন কারীমের সূরার সংখ্যা হলো, একশত চৌদ্দটি। মুসহাফে উসমানীতে এগুলো ছোট বড় রয়েছে এবং তাদের মর্যাদাও ভিন্ন ভিন্ন। প্রথম সূরা হলো সূরা ফাতিহা আর শেষ সূরা হলো সূরা নাস।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই