সূরা কুরআনের আয়াতসমূহের আলাদা সমষ্টির নাম, যার শুরু ও শেষ রয়েছে এবং যার স্বতন্ত্র নাম রয়েছে। কুরআনের সবচেয়ে ছোট সূরার আয়াত সংখ্যা হলো তিন। কুরআন কারীমের সূরার সংখ্যা হলো, একশত চৌদ্দটি। মুসহাফে উসমানীতে এগুলো ছোট বড় রয়েছে এবং তাদের মর্যাদাও ভিন্ন ভিন্ন। প্রথম সূরা হলো সূরা ফাতিহা আর শেষ সূরা হলো সূরা নাস।
ইসলামী পরিভাষা ও এর অনুবাদ বিশ্বকোষ বিষয়ক প্রকল্প:
এটি একটি সমন্বিত পূর্ণাঙ্গ প্রকল্প যাতে বারবার ব্যবহারকৃত ইসলামী বিষয়ের বিভিন্ন পরিভাষা ও এর ব্যাখ্যার সূক্ষ্ম, নির্ভরযোগ্য ও আধুনিক অনুবাদ করা হয়েছে। যাতে বিষয়টি সর্বদিক থেকে আয়ত্ত্ব করা ও বুঝা যায় এবং এর সঠিক অর্থ ও অনুবাদ জানা যায়।.
উদ্দেশ্যসমূহ:
ইসলামিক পরিভাষার অনুবাদের জন্য বিনামূল্যে নির্ভরযোগ্য অনলাইন রেফারেন্স তৈরি করা.
ইলেকট্রনিক পোর্টাল এবং অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শব্দাবলীর অনুবাদ সরবরাহ করা হয়েছে.