মুসহাফ - مُصْحَفٌ

মুসহাফ: দুই গিলাফের মাঝখানে একত্রিত আল্লাহর কালাম যা তার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিল করা হয়েছিল। চাই লিখিত কুরআন পুরোপুরি হোক বা তার আংশিক হোক, কুরআনের সাথে খাস হলেই হবে। যেমন, তাবারাকার পারা (29তম) ইত্যাদি। কুরআনকে মুসহাফ বলে নাম রাখার প্রচলন আবূ বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু হয়।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই