আল-ইহরাম: ইবাদতে প্রবেশ করার নিয়ত করা হোক সেটি হজ অথবা উমরা।এর অর্থ হচ্ছে, সে হজ বা উমরায় প্রবেশের নিয়ত করল ফলে তার ওপর শিকার করা, বিবাহ করা, সুগন্ধি লাগানো ইত্যাদি যা হালাল ছিল তা হারাম হয়ে যাবে।
ইসলামী পরিভাষা ও এর অনুবাদ বিশ্বকোষ বিষয়ক প্রকল্প:
এটি একটি সমন্বিত পূর্ণাঙ্গ প্রকল্প যাতে বারবার ব্যবহারকৃত ইসলামী বিষয়ের বিভিন্ন পরিভাষা ও এর ব্যাখ্যার সূক্ষ্ম, নির্ভরযোগ্য ও আধুনিক অনুবাদ করা হয়েছে। যাতে বিষয়টি সর্বদিক থেকে আয়ত্ত্ব করা ও বুঝা যায় এবং এর সঠিক অর্থ ও অনুবাদ জানা যায়।.
উদ্দেশ্যসমূহ:
ইসলামিক পরিভাষার অনুবাদের জন্য বিনামূল্যে নির্ভরযোগ্য অনলাইন রেফারেন্স তৈরি করা.
ইলেকট্রনিক পোর্টাল এবং অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শব্দাবলীর অনুবাদ সরবরাহ করা হয়েছে.