সাহাবী - صحابي

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া একটি মহান মর্যাদা। আল্লাহ তাআলা এর জন্য নবীদের পর সর্ব উৎকৃষ্ট মাখলুককে নির্বাচন করেছেন। তিনি তাদের চক্ষুকে তার নবীর দর্শন দিয়ে সম্মানিত করেছেন এবং তাদের কর্ণকে তার আওয়াজ শোনার দ্বারা ধন্য করেছেন। যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাত করেছেন তারা সবাই সাহাবী বিবেচিত হবেন, যদিও কোনো অপারগতার কারণে তাকে না দেখেন, যেমন অন্ধ ব্যক্তি। চাই সাক্ষাত অল্প সময় থাকুক বা বেশি সময় থাকুক এবং তার থেকে হাদীস বর্ণনা করুক বা নাই করুক। আলেমগণ সাহাবীদের নাম ও তাদের জীবনীর ওপর এবং কতক আলেম যাদেরকে সাহাবী ধারনা করেছেন অথচ তাদের সাথীত্ব বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি তাদের ওপর অনেক কিতাব লিপিবদ্ধ করে গেছেন। এ সব কিতাবের মধ্যে উত্তম কিতাব হলো হাফেয ইবন হাজারের আল-ইসাবাহ ফী তামীযিস সাহাবাহ।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই