মুমিনদের মাতাগণ - أُمَّهاتُ المُؤْمِنِينَ

মুমিনদের মাতাগণ: সে সব নারী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন এবং তাদের সাথে সহবাস করেছেন। আর তারা হলো, খাদিজা বিনতে খুওয়াইলিদ, সাওদাহ বিনত যামআহ, আয়েশা বিনতে আবূ বকর আস-সিদ্দীক, হাফসাহ বিনতে উমার ইবনুল খাত্তাব, যয়নব বিনতে খুযাইমাহ, উম্মে সালমা হিনদ বিনতে আবী উমাইয়া, যয়নব বিনতে জাহাশ, যুওয়ারিয়াহ বিনতুল হারিস, উম্মু হাবিবাহ রামলাহ বিনতে আবী সুফিয়ান, সাফিয়্যাহ বিনতে হুয়াই এবং মাইমুনাহ বিনতুল হারিস রাদিয়াল্লাহ আনহুন্না। তাদের মর্যাদা মায়ের মর্যাদার সমান এবং তাদের সাথে বিবাহ হারাম হওয়া মায়ের সাথে বিবাহ হারাম হওয়ার মতোই । তাজীম ও সম্মানের দিক বিবেচনায়ও তারা মায়েদের মতো। এ ছাড়া অন্যান্য বিষয়ে যেমন, তাদের দিকে তাকানো তাদের সাথে একাকি হওয়া ইত্যাদির ক্ষেত্রে তারা অন্যান্য নারীদের মতোই।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই