উমরাহ - عُمْرَةٌ

একজন মুসলিম যে সব ইবাদত ও আনুগত্য করা দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করে উমরা হলো তার মধ্যে সবচেয়ে উত্তম ও মহান ইবাদত ও আনুগত্য। এটি জীবনে একবার ওয়াজিব। এটি হলো মিকাত থেকে ইহরাম বাঁধা, তারপর তাওয়াফ তারপর সাঈ , তারপর মাথা মুন্ডানো বা চুল ছোট করা। এটি দুই প্রকার: 1- একক উমরা যেটি বছরের যে কোনো সময় আদায় করতে পারবে। 2- তামাত্তু হজের উমরা, এটি হজের মাস ছাড়া অনুষ্ঠিত হয় না।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই