ইসলাম মুসলিমদের ঐক্য ও ইবাদাতের ক্ষেত্রে পরস্পরের সহযোগীতার ওপর গুরুত্বারোপ করে থাকে। এ কারণে আল্লাহ আমাদের জন্য জামাআতবদ্ধ কিছু ইবাদতের প্রচলন করেছেন যা মানুষ একা একা আদায় করতে পারে না। যেমন, নসিহত, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ হতে নিষেধ করা, হজ করা। অনুরূপভাবে পাঁচ ওয়াক্ত সালাত জামাআতের সাথে আদায় করা। আর এতে রয়েছে অনেক উপকার। অপরাগতা না থাকলে তা যে ওয়াজিব সে বিষয়ে অনেক প্রমাণ রয়েছে।
ইসলামী পরিভাষা ও এর অনুবাদ বিশ্বকোষ বিষয়ক প্রকল্প:
এটি একটি সমন্বিত পূর্ণাঙ্গ প্রকল্প যাতে বারবার ব্যবহারকৃত ইসলামী বিষয়ের বিভিন্ন পরিভাষা ও এর ব্যাখ্যার সূক্ষ্ম, নির্ভরযোগ্য ও আধুনিক অনুবাদ করা হয়েছে। যাতে বিষয়টি সর্বদিক থেকে আয়ত্ত্ব করা ও বুঝা যায় এবং এর সঠিক অর্থ ও অনুবাদ জানা যায়।.
উদ্দেশ্যসমূহ:
ইসলামিক পরিভাষার অনুবাদের জন্য বিনামূল্যে নির্ভরযোগ্য অনলাইন রেফারেন্স তৈরি করা.
ইলেকট্রনিক পোর্টাল এবং অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শব্দাবলীর অনুবাদ সরবরাহ করা হয়েছে.