আমীন (آمِينْ) শব্দটি দোয়ার শব্দসমূহের একটি শব্দ যেটি দোয়ার পর বলা হয়ে থাকে। চাই তা সালাতের ভিতরে হোক বা বাহিরে। কারণ, মুমিন আল্লাহর কাছে চায় যে, তিনি যেন তার দোআ কবুল করেন।
ইসলামী পরিভাষা ও এর অনুবাদ বিশ্বকোষ বিষয়ক প্রকল্প:
এটি একটি সমন্বিত পূর্ণাঙ্গ প্রকল্প যাতে বারবার ব্যবহারকৃত ইসলামী বিষয়ের বিভিন্ন পরিভাষা ও এর ব্যাখ্যার সূক্ষ্ম, নির্ভরযোগ্য ও আধুনিক অনুবাদ করা হয়েছে। যাতে বিষয়টি সর্বদিক থেকে আয়ত্ত্ব করা ও বুঝা যায় এবং এর সঠিক অর্থ ও অনুবাদ জানা যায়।.
উদ্দেশ্যসমূহ:
ইসলামিক পরিভাষার অনুবাদের জন্য বিনামূল্যে নির্ভরযোগ্য অনলাইন রেফারেন্স তৈরি করা.
ইলেকট্রনিক পোর্টাল এবং অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শব্দাবলীর অনুবাদ সরবরাহ করা হয়েছে.