জিন আগুনের সৃষ্টি, তারা মুকাল্লাফ অর্থাৎ শরীআতের আদেশ-নিষেধ মান্য করতে আদিষ্ট। তাদের মধ্যে কেউ আছে মুমিন আবার কেউ কাফির। শয়তান তাদের থেকেই কাফের জিনের নাম। এটি (شَطن) থেকে নির্গত হওয়া বিশুদ্ধ, যার অর্থ হলো দূরীভুত হওয়া। কারণ, তার কুফর ও অবাধ্যতার কারণে সে হক থেকে দূরে সরে গেছে। আবার (شاطَ ) অর্থাৎ ধ্বংস হওয়া ও পুড়ে যাওয়া থেকে নির্গত হওয়াও বিশুদ্ধ। কারণ, শয়তান আগুনের তৈরি।
জিন হলো বিবেক সম্পন্ন, ইচ্ছা শক্তির অধিকারী, শরীয়াতের বিধান পালনে আদিষ্ট (মুকাল্লাফ), মানুষের সৃষ্টি ধাতু থেকে মুক্ত, যাদেরকে অনুভব করা যায় না, তাদের আসল আকৃতি দেখা যায় না এবং ধরণ জানা যায় না। তবে মানুষ অথবা অন্যান্য জীব জন্তুর আকৃতি ধারণ করার ওপর তার বিশেষ ক্ষমতা রয়েছে। তারা খায়, পান করে, বিবাহ করে ও বংশ বিস্তার করে। তাদের সৃষ্টির মূল উপাদান হলো আগুন। জিন বিভিন্ন ধরনের হয় থাকে। তাদের কতক হলো শয়তান, তারা হলো কাফের জিন। তাদের কতক হলো বিতাড়িত, ইফরীত এবং মানুষের সাথী।