মালায়েকাদের ওপর ঈমান - الإيمان بالملائكة

মালায়েকাদের প্রতি ঈমান আনা ঈমানের রুকনসমূহের একটি রুকন এবং ইসলামী আকীদার মূল বিষয়সমূহের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের প্রতি ঈমান আনা কয়েকটি বিষয়কে অর্ন্তভুক্ত করে: 1- দুনিয়া ও আখিরাতে তাদের অস্তিত্বকে অকাট্যভাবে স্বীকার করা। 2- যাদের নাম আমরা জেনেছি তাদের প্রতি বিশ্বাস ও মুখে স্বীকার করা। যেমন, জিবরীল, মিকাইল, ইসরাফির ইত্যাদি। আর যাদের নাম আমরা জানিনা তাদের প্রতি আমরা সামগ্রিকভাবে বিশ্বাস স্থাপন করব। 3- আর যাদের কর্ম ও দায়িত্ব সম্পর্কে জানি, তাদের প্রতি বিশ্বাস করব আর যাদের কর্ম ও দায়িত্ব সম্পর্কে আমরা জানিনা তাদের প্রতি আমরা সামগ্রিকভাবে বিশ্বাস স্থাপন করব। তাদের কাউকে ওহীর দায়িত্ব দেয়া আছে সে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে অবতরণ করে। তাদের থেকে কাউকে বৃষ্টি ও ফসল উৎপাদনের দায়িত্ব দেয়া আছে। তাদের কাউকে দায়িত্ব দেয়া আছে শিঙ্গায় ফুঁক দেয়ার। আবার কাউকে দায়িত্ব দেয়া আছে মৃত্যুর সময় রুহসমূহ কবজ করার। আর তাদের কেউ নিয়োজত আছেন মায়ের পেটের বাচ্চাদের সংরক্ষণ করার কাজে। আবার কারো দায়িত্ব দেয়া আছে বনী আদমের হিফাযতের এবং তাদের আমালসমূহ লিপিবদ্ধ করার। এছাড়াও আরও যাদের বিভিন্ন কাজে দায়িত্ব দেওয়া আছে। 4- আমরা তাদের যে সব গুণাবলি সম্পর্কে জানি তা স্বীকার করা। যেমন, তারা হলো অদৃশ্য জগতের মানুষের চোখের আড়ালে থাকেন। আর তারা হলো, সত্যিকার দেহের অধিকারী, তারা নূরের তৈরি। আর তাদের রয়েছে ডানা, হয় দুটি ডানা, বা তিনটি, বা চারটি বা আরো বেশি। আর জীবরীল আলাইহি সালামের আছে ছয়শত ডানা। তাদের রয়েছে মহা শক্তি এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়া ও বিভিন্ন সম্মানীত আকৃতি ধারণ করার ক্ষমতা। তারা কোন নারী বা পুরুষ হওয়ার ক্ষমতা রাখে না। তারা আল্লাহর ইবাদতকারী, গুনাহ থেকে নিষ্পাপ। তাদের সংখ্যা অধিক যার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাদেরকে তার ইবাদতের জন্য মনোনীত ও বাছাই করেছেন। তাদেরকে তিনি তার মাখলুকের প্রতি দূত ও বার্তাবাহক বানিয়েছেন। তারা আল্লাহ যা আদেশ দিয়েছেন তার অবাধ্য হন না। তাদের যা আদেশ করা হয় তাই করেন। উলুহিয়াত বা রুবুবিয়্যাতের কোন বৈশিষ্ট্য তাদের নাই।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই