মৃতকে গোসল দেয়া। - تَغْسِيلُ المَيِّتِ

মৃতকে গোসল দেয়ার নিয়ম: প্রথমে মৃত ব্যক্তির জন্য বানোনো খাট বা কাঠের ওপর তাকে রাখা হবে। তার মাথা রাখার স্থান উঁচু করা হবে যাতে পানি গড়িয়ে পড়ে যায়। গোসল দানকারী গোসল দেয়ার পূর্বে তার শরীর থেকে নাপাকী দূর করবে। তারপর তাকে সালাতের ওজুর মতো করে ওজু করাবে। তবে তার নাকে ও মুখে পানি দিবে না। যদি তাতে কোনো ময়লা থাকে তাহলে তা ভিজা নেকড়া দিয়ে দূর করবে। এটিকে তার আঙ্গুলে নিয়ে তার দাঁত ও নাক পরিষ্কার করবে যাতে তা পরিষ্কার হয়ে যায়। ওজুর পর তাকে বাম কাঁধে শোয়াবে এবং ডান পাশ ধৌত করবে। তারপর আবার ডানের দিক ঘুরাবে এবং বাম পাশ গোসল করাবে। আর এটি করবে তিনবার করে মাথা ও দাড়ি ধোয়ার পর। মৃতের গোসলে ওয়াজিব হলো একবার ধোয়া। তবে তিনবার ধোয় মুস্তাহাব। প্রত্যেক গোসলই পানি ও বরই পাতা দিয়ে অথবা বিভিন্ন ধরনের সাবান ইত্যাদি দিয়ে যা তার স্থলাভিষিক্ত হয়। গোসলে শেষে তাকে কাফুর লাগাবে। যদি তা সম্ভব না হয়, অন্য কোন খুশবু লাগাবে যদি সম্ভব হয়। আর যদি গোসল দানকারী তিনবার ধৌত করার পর পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া বা অন্য কোনো কারণে বেশীবার ধৌত করা প্রয়োজন মনে না করেন তবে সে পাঁচ বার বা সাত বার ধৌত করতে পারবে। তবে তাকে অবশ্যই বেজোড় করতে হবে।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই