জিন আগুনের সৃষ্টি, তারা মুকাল্লাফ অর্থাৎ শরীআতের আদেশ-নিষেধ মান্য করতে আদিষ্ট। তাদের মধ্যে কেউ আছে মুমিন আবার কেউ কাফির। শয়তান তাদের থেকেই কাফের জিনের নাম। এটি (شَطن) থেকে নির্গত হওয়া বিশুদ্ধ, যার অর্থ হলো দূরীভুত হওয়া। কারণ, তার কুফর ও অবাধ্যতার কারণে সে হক থেকে দূরে সরে গেছে। আবার (شاطَ ) অর্থাৎ ধ্বংস হওয়া ও পুড়ে যাওয়া থেকে নির্গত হওয়াও বিশুদ্ধ। কারণ, শয়তান আগুনের তৈরি।
ইসলামী পরিভাষা ও এর অনুবাদ বিশ্বকোষ বিষয়ক প্রকল্প:
এটি একটি সমন্বিত পূর্ণাঙ্গ প্রকল্প যাতে বারবার ব্যবহারকৃত ইসলামী বিষয়ের বিভিন্ন পরিভাষা ও এর ব্যাখ্যার সূক্ষ্ম, নির্ভরযোগ্য ও আধুনিক অনুবাদ করা হয়েছে। যাতে বিষয়টি সর্বদিক থেকে আয়ত্ত্ব করা ও বুঝা যায় এবং এর সঠিক অর্থ ও অনুবাদ জানা যায়।.
উদ্দেশ্যসমূহ:
ইসলামিক পরিভাষার অনুবাদের জন্য বিনামূল্যে নির্ভরযোগ্য অনলাইন রেফারেন্স তৈরি করা.
ইলেকট্রনিক পোর্টাল এবং অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শব্দাবলীর অনুবাদ সরবরাহ করা হয়েছে.