ব্যভিচার হলো, কোনো পুরুষের স্ত্রী বা বাঁদি বা সন্দেহপূর্ণ মালিকানা ছাড়া অন্য কোনো নারীর লজ্জাস্থানে সহবাস করা। অথবা বলা হয়ে থাকে এমন কোনো মহিলার সাথে ব্যভিচার করা যে তার স্ত্রী নয়, মালিকানাধীন বাঁদি নয়, তার মধ্যে সন্দেহপূর্ণ বিবাহ বা মালিকানা নাই। এটি হারাম এবং কবীরাহ গুনাহ। এ বিষয়ে অনেক কঠিন হুমকি এসেছে। কারণ, এর ক্ষতি খুবই মারাত্মক ও অনিষ্টতা অনেক বেশি। শরীাআত তার কাছে যেতেও নিষেধ করেছেন লিপ্ত হওয়াতো দূরের কথা। নিকটে যাওয়ার অর্থ হলো, হারাম দৃষ্টি, নারী ও পুরষের মেলা মেশা করা, একজন নারীর মাহরাম ছাড়া ভ্রমণ করা, মিষ্ট ভাষায় কথা বলা, নিষিদ্ধ নির্জনতা ইত্যাদি। সমকাম ও ব্যভিচার উভয়টিই হারাম হওয়ার ব্যাপারে এক। কিন্তু প্রার্থক্য হলো, সমকাম হলো মলধারে আর ব্যভিচার হলো লজ্জাস্থানে।