মদ পান করা - شُرْبُ الخَمْرِ

মদ পান করা কবীরাহ গুনাহ ও বড় অন্যায়। আর তা হলো এমন সব বস্তু যা মানুষের জ্ঞানকে নষ্ট করে দেয় এবং জ্ঞানের সুস্থতার ওপর প্রভাব ফেলে। চাই তা পাকানো হোক বা কাঁচা, কম হোক বা বেশি। আর চাই তা আঙ্গুর থেকে নেয়া হোক বা খেজুর থেকে বা গম থেকে হোক বা জব থেকে ইত্যাদি।

ভাষান্তরিত: ইংরেজি ফরাসি তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান রুশিয়ান পর্তুগীজ বাংলা চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান মালয়ালাম তেলেগু থাই